করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনের।
শনিবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বিষয়টি জানিয়েছেন।
দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন মোশাররফ। গত মাসের শেষের দিকে করোনায় আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার সকাল থেকে ল্যাবএইড হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
১৯৯৬ ও ২০০১ সালে ময়মনসিংহ-৫ থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মোশাররফ।
তিনি ২০০১ সালে জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। কিন্তু নাইকো রিসোর্স দুর্নীতির অভিযোগে ২০০৫ সালের ১৮ জুন মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন।