বিএনপির নেতা কে তা এবং আগামীতে কে নেতা হবেন তাও পরিস্কার নয় বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ও পৌর জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
জিএম কাদের বলেন, ‘বিএনপি নানা সমস্যায় জর্জরিত। বিএনপির নেতা কে তা পরিস্কার নয়, আগামীতে কে নেতা হবেন তাও পরিস্কার নয়। বিএনপি নিচে চলে গেছে বলে আমার ধারণা ।‘
তিনি বলেন, ‘এরশাদের শাসনকালে নারী ধর্ষণ, নারী নির্যাতন ছিল না। এসিড সন্ত্রাসের কারণে সমস্যা হয়েছিল, আইন করে মৃত্যুদণ্ড দেয়ার পর তা বন্ধ হয়েছে ।‘
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘৩২ বছর ক্ষমতার বাইরে থাকার পরও আমরা বিরোধী পার্টি হিসেবে প্রতিষ্ঠিত। জাতীয় পার্টিকে বিভিন্নভাবে নির্যাতন করার পরও নিচে নামানো যায়নি।‘
নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে সম্মেলনে আরো ছিলেন দলের মহাসচিব জিয়াউদ্দিন বাবলু, ভাইস চেয়ারম্যান মাসুদ উদ্দিন চৌধুরী, জাতীয় মহিলা সংস্থার সোনারগাঁয়ের চেয়ারম্যান ডালিয়া লিয়াকত, সোনারগাঁও পৌরসভার মেয়র সাদিক রহমানসহ অনেকে।