পাবনার আটঘরিয়ায় মকবুল হোসেন নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আলম হোসেন নামের আরেকজনকে গুরুতর জখম করা হয়।
শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চাঁন্দাই বিলের কাছে এ ঘটনা ঘটে।
নিহত মকবুল হোসেন উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের রইচ উদ্দিন মাস্টারের ছেলে। আলম একই গ্রামের চাঁদ মোল্লার ছেলে।
নিহত মকবুলের চাচাত ভাই আব্দুল মতীন জানান, সন্ধ্যায় মকবুল ও আলম ধানুয়াঘাটা হাট থেকে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন। চাঁন্দাই বিলের কাছে পৌঁছালে সন্ত্রাসীরা তাদের মোটরসাইকেল থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে চলে যায়। ঘটনাস্থলেই মকবুল (৪৫) মারা যান।
গুরুতর আহত আলম হোসেনকে (৪২) পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটঘরিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখছে পুলিশ।