ফায়ার সার্ভিস কর্মকর্তা রোজিনা আক্তার নিউজবাংলাকে জানিয়েছেন, ভবনটির নিচ তলায় সিরামিকের গোডাউনে আগুনের সূত্রপাত। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
রাজধানীর পুরান ঢাকার একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, মিটফোর্ড রোডের ইমামগঞ্জের বহুতল বাণিজ্যিক ভবন এমকে টাওয়ারে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই আগুন লাগে। রাত আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষমত হয় তাদের সাতটি ইউনিট।
ফায়ার সার্ভিসের সদরদফরের ডিউটি অফিসার রোজিনা আক্তার নিউজবাংলাকে বলেন, ভবনটির নিচ তলায় সিরামিকের গোডাউনে এ আগুনের সূত্রপাত। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাদের চেষ্টায় রাত আটটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি বলেও জানান রোজিনা আক্তার।