বিকল্প ব্যবস্থা না করা পর্যন্ত ইন্টারনেটের ঝুলন্ত তার কাটা হবে না আশ্বাস পাওয়ার পর দিনে তিন ঘণ্টা ইন্টারনেট বন্ধের কর্মসূচি স্থগিত করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
রোববার থেকে এই কর্মসূচিতে যাওয়ার কথা ছিল সংগঠনটির। সংগঠনের সাধারণ সম্পাদক এমদাদুল হক শনিবার সন্ধ্যায় নিউজবাংলাকে কর্মসূচি স্থগিত করার কথা নিশ্চিত করেছেন।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘আমরা একটু আগে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ও তথ্য ও যোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে বৈঠক করেছি। বৈঠকে দুই মন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন। আমরা কর্মসূচি স্থগিত করেছি।’
এর আগে ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের বিভিন্ন স্থানে পূর্ব ঘোষণা না দিয়ে রাস্তার পাশ থেকে ইন্টারনেটের তার কেটে ফেলার প্রতিবাদে রোববার থেকে দেশে প্রতিদিন তিন ঘণ্টা করে ইন্টারনেট বন্ধের ঘোষণা দেয়া হয়েছিল।
ইন্টারনেট সেবাদাতা সংগঠনটির এ কর্মসূচিতে একাত্মতা জানিয়েছিল বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের সংযোগ প্রদানকারী সংগঠন ক্যাবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
এমদাদুল হক জানান, অচলাবস্থা কাটাতে ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলামের সঙ্গে বৈঠকে সমঝোতা হয়েছে। আইএসপিএবি ঝুলে থাকা ইন্টারনেট তার সরিয়ে নেয়ার কাজ শুরুও হয়েছে।
তবে দক্ষিণ সিটির সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারেনি সংগঠনটি। বিষয়টি নিয়ে রোববার সকাল ১০টায় দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে বৈঠক রয়েছে বলে জানান এমদাদুল হক।