রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন যুবলীগের সহসভাপতি উসেপ্রু মারমা হত্যা মামলার আসামি অংসুইপ্রু মারমাকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
শুক্রবার দুপুরে চিৎমরমের ছোট মইদং পাড়ার জুম ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।
হত্যা মামলার ২ নম্বর আসামি অংসুইপ্রু মারমা (৫০) চিৎমরম ইউনিয়নের মইদং পাড়ার থোয়াইচা মারমার ছেলে। তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সদস্য বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, উসেপ্রু মারমাকে (৩০) গত ২ এপ্রিল রাতে অস্ত্রের মুখে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্রাশফায়ার করে হত্যা করা হয়। পরে তার পরিবারের পক্ষ থেকে মোট ২০ জনকে আসামি করে চন্দ্রঘোনা থানায় মামলা করা হয়।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, চিৎমরমের ছোট মইদং পাড়ার জুম ঘরে অভিযান চালিয়ে অংসুইপ্রু মারমাকে গ্রেফতার করে সেনাবাহিনী।
তাকে শনিবার সকালে রাঙ্গামাটি জেলা আদালতে পাঠানো হয়েছে।