শিগগিরই প্রাথমিকে সাড়ে ৩২ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে। ২০ অক্টোবরের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার সিদ্ধান্ত রয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
সারাদেশে প্রাক-প্রাথমিকে ২৫ হাজার ৬৩০ এবং শূন্য পদে ৬ হাজার ৯৪৭ জন সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে ওয়েবসাইট আধুনিকায়ন হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সোহেল আহমেদ নিউজবাংলাকে বলেন, ২০ অক্টোবরের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত রয়েছে। অনলাইনে আবেদন প্রক্রিয়ার জন্য এক মাস সময় দেয়া হবে। আবেদন ফি না বাড়িয়ে আগের মতো ১৭০ টাকা রাখা হয়েছে।
ডিপিই সূত্রে জানা যায়, এবার প্রার্থীর এসএসসি ও এইচএসসি পরীক্ষার রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আবেদন প্রক্রিয়া অনলাইনে করতে হবে।