শনিবার মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আকরাম উদ্দিন নিউজবাংলাকে এ তথ্য জানিয়েছেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আকরাম উদ্দিন নিউজবাংলাকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে মন্ত্রী রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে করোনা পরীক্ষা করান। তার ফল পজেটিভ আসে।
আকরাম আরও জানান, মন্ত্রী বর্তমানে সুস্থ আছেন। তিনি রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।