নরসিংদীতে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে তথ্য প্রযুক্তির সহায়তায় শহরের চৌয়ালা এলাকা থেকে আসামিদের গ্রেফতার করা হয়।
তারা হলেন শহরের চৌয়ালা এলাকার মো. মনির এবং একই এলাকার মো. হাসান।
এর আগে সদর মডেল থানায় মামলা করেন ওই কিশোরী।
এজাহারে বলা হয়েছে, স্থানীয় একটি স্পিনিং মিলে কাজ করেন এই কিশোরী। বৃহস্পতিবার খাবার কেনার জন্য মিলের বাইরে বের হন তিনি। এ সময় স্থানীয় বখাটে মনিরসহ অজ্ঞাতপরিচয় কয়েকজন তাকে তুলে নেয়। বালু মাঠে নিয়ে দল বেঁধে ধর্ষণ করা হয় কিশোরীকে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী জানান, ডাক্তারী পরীক্ষার জন্য ওই কিশোরীকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।