দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার করোনায় মৃত্যুর সংখ্যা একই ছিল। সবশেষ ১৫ জনসহ দেশে করোনায় মৃত বেড়ে হয়েছে পাঁচ হাজার ৬২৩ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছে তিন লাখ ৭৩৮ জন। শনাক্ত হওয়া রোগীদের মধ্যে সুস্থতার হার ৭৭.৮৯ শতাংশ।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৫০৯ জন। নতুন করে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৫২৭ জনের শরীরে। মোট শনাক্ত হয়েছে তিন লাখ ৮৬ হাজার ৮৬ জন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৮ মার্চ সংক্রমণ শুরু হওয়ার পর প্রথম দিকে দেশে সুস্থতার হার কম ছিল।
২৪ ঘণ্টায় ১০৯ পরীক্ষাগারে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৭৮৪টি। আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৫৭৭টি। এ পর্যন্ত ২১ লাখ ৪০ হাজার ১২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এ পর্যন্ত করোনায় চার হাজার ৩২৭ জন পুরুষ ও এক হাজার ২৯৬ জন নারীর মৃত্যু হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১২ জনের মৃত্যু হয় ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রামে এক জন, খুলনাতে একজন ও রংপুরে একজনের মৃত্যু হয়। তাদের সবাই হাসপাতালে ছিলেন।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বে শনাক্তের সংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান ১৬তম। মৃত্যুর দিক থেকে ৩০তম।