সাতক্ষীরার কলারোয়ায় এক পরিবারের ৪ সদস্যকে হত্যা মামলায় নিহত মাছ ব্যবসায়ী শাহিনুল ইসলামের ছোট ভাই রায়হানুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সাতক্ষীরা সিআইডির বিশেষ পুলিশ সুপার আনিচুর রহমান নিউজবাংলাকে জানান, রায়হানুল ইসলামকে বৃহস্পতিবার আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। রায়হানুলকে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে বলেও জানান আনিচুর রহমান।
বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরার কলারোয়ার খলশি গ্রামে নিজ বাড়িতে মাছ ব্যবসায়ী শাহিনুল ইসলাম, তার স্ত্রী ও দুই সন্তানকে গলা কেটে হত্যা করা হয়।
এ ঘটনায় শাহিনুলের শাশুড়ি ময়না খাতুন কলারোয়া থানায় অজ্ঞাতপরিচয়দের আসামি করে মামলা করেন। তদন্তের দায়িত্ব দেয়া হয় সিআইডিকে।