রফতানি পণ্যের আড়ালে পাচারের সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়াবার একটি বড় চালান আটক হয়েছে। সৌদি আরবে সেগুলো পাচারের চেষ্টা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বুহস্পতিবার রাতে বিমানবন্দরের রফতানি কার্গো ভিলেজ থেকে ৩৮ হাজার ৯০০ টি ইয়াবা বড়ি জব্দ করা হয় বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদি হাসান। এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।
গার্মেন্টস পণ্যের আড়ালে এই ইয়াবা পাচারের চেষ্টা হচ্ছিল জানিয়ে মেহেদী হাসান বলেন, এ বিষয়ে পরে তারা সংবাদ সস্মেলন করবেন।
পণ্যগুলোর রফতানিকারক ছিল এমএস সিয়াম অ্যান্ড সমি এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। আমদানিকারক হিসেবে লেখা রয়েছে সৌদি আরবের ‘অ্যাপারিজ ইন্টারন্যাশনাল ইস্ট’ নামে একটি প্রতিষ্ঠানের নাম।