টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদাপ্রসাদ সাহা ও তার ছেলে ভবানীপ্রসাদ সাহা রবিসহ ৬২ জনকে হত্যায় ফাঁসির দণ্ড পাওয়া মাহবুবুর রহমানের মৃত্যু হয়েছে কারাগারে।
শুক্রবার ভোরে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মারা যান এই মানবতাবিরোধী অপরাধী।
২০১৯ সালের ২৭ জুন মাহবুবুরকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের বিরুদ্ধে আপিলের মীমাংসা হয়নি এখনও।
৭২ বছর বছর বয়সী মাহবুবুর মুক্তিযুদ্ধ চলাকালে মির্জাপুর শান্তি কমিটির সভাপতি ছিলেন। তার বিরুদ্ধে অপহরণ, আটকে রেখে নির্যাতন, হত্যা- গণহত্যার তিন অভিযোগই ট্রাইব্যুনালে প্রমাণ হয়।
মাহবুবুরের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর থানার রাইনহাটি এলাকায়।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম জানান, এই মানবতাবিরোধী অপরাধী আগে থেকেই অসুস্থ ছিলেন।
পরিবারের সাথে রণদাপ্রসাদ সাহা
শুক্রবার ভোরে অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান জেল সুপার।