বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গুলি ছুড়ে প্রকাশ্যে ডাকাতি

  •    
  • ১৬ অক্টোবর, ২০২০ ১১:২৯

ওই সময় ডাকাতদের গুলিতে আহত হয়েছেন মোজাহিদ নামের এক দোকানমালিক। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নে এক রাতে একাধিক স্থানে ডাকাতি হয়েছে। গুলি ছুড়ে মানুষকে জিম্মি করে টাকা, মোবাইল সেট ও বিপুল মালামাল লুট করে নেয় ডাকাতরা।

বৃহস্পতিবার রাতে এসব ঘটনা ঘটে।

ওই সময় ডাকাতদের গুলিতে আহত হয়েছেন মোজাহিদ নামের এক দোকানমালিক। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

একাধিক প্রত্যক্ষদর্শীর ভাষ্য, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মুখোশ পরা সাত-আট ডাকাতের একটি দল স্পিডবোটে এসে ইমামপুরের ষোলআনী-দৌলতপুর সেতুতে অবস্থান নেয়। তারা তিনটি সিএনজিচালিত অটোরিকশায় ডাকাতি ও ভাঙচুর চালায়।

ওই সময় সিএনজিযাত্রী ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা, মোবাইল ও মালপত্র লুটে করে তারা।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, আধ ঘণ্টারও বেশি সময় ধরে ডাকাতির সময় সেতুটির উভয় পাশে মানুষ ঠায় দাঁড়িয়ে ছিল। অস্ত্রধারী ডাকাতদের গুলির হুমকির মুখে কেউ এগোতে সাহস পায়নি।

স্থানীয়দের অভিযোগ, বিষয়টি সঙ্গে সঙ্গে গজারিয়া থানা পুলিশের একাধিক কর্মকর্তাকে জানানো হলেও কেউ এগিয়ে আসেননি।

এ ঘটনার দেড় ঘণ্টা পর দৌলতপুর আটানী মসজিদ এলাকায়ও ডাকাতি হয়েছে। ডাকাতরা দুটি দোকান, মেঘনা নদীতে বেশ কয়েকটি বাল্কহেড থেকে টাকা ও ১৭টি মোবাইল সেট লুটে নেয়।

বাল্কহেড মালিক শামসুল হক ও মো. মুসা জানান, বৃহস্পতিবার রাতে মেঘনা নদীতে চলাচলকারী অনেক বাল্কহেডে ডাকাতি হয়েছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মামুন আল রশিদ জানান, রাতে এ বিষয়ে তারা একটি ফোন পেয়েছেন। তবে ঘটনাস্থল বেশ দূরে হওয়ায় তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছাতে পারেনি পুলিশ। তবে এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

মুন্সীগঞ্জের গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল হান্নান জানান, মেঘনা নদীর গজারিয়া অংশে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটছে। দ্রুতগতির স্পিডবোট ব্যবহার করায় ডাকাতদের ধরা যায় না। সংঘবদ্ধ এ ডাকাতদের ধরার চেষ্টা অব্যাহত আছে।

এ বিভাগের আরো খবর