হবিগঞ্জ সদর উপজেলায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাজির মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মেয়েটির বাবা নাজির মিয়াকে আসামি করে সদর থানায় মামলা করেন।
এর আগে রাত নয়টার দিকে উপজেলার রিচি মধ্যপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
শিশুটির পরিবারের বরাত দিয়ে তিনি জানান, মঙ্গলবার বিকেলে সদর উপজেলায় একটি দোকানে নিয়ে তাকে ধর্ষণ করেন নাজির মিয়া। শিশুটি বিষয়টি তার পরিবারকে জানালে তারা স্থানীয়দের শরণাপন্ন হন। কিন্তু এ বিষয়ে কাউকে না বলার অনুরোধ করে সমাধানের আশ্বাস দেয় নজির মিয়ার পরিবার।
বৃহস্পতিবার সকালে শিশুর শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন বিষয়টি সদর থানাকে জানায়।
ওসি আরও জানান, রাত আটটার দিকে পুলিশ ওই শিশুকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। সেখানে তার চিকিৎসা চলছে।