বিশেষ কায়দায় তৈরি চামড়ার স্যান্ডেল। সোলটা একটু মোটা। এই সোলের ভেতরই ছিল এক কেজি চারশ গ্রাম সোনা।
বিজিবি জানায়, মো. আলাল নামে এক জনের পায়ে ছিল এই স্যান্ডেল। ঢাকা থেকে বাসে করে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। বেলপুকুর চেকপোস্টে ওই বাসে তল্লাশির সময় তাকে দেখে সন্দেহ হয় বিজিবি সদস্যদের।
আলালের স্যান্ডেলের ভেতর থেকে উদ্ধার হয় ১২টি স্বর্ণের বার। এর দাম ৮১ লাখ ৬০ হাজার টাকা।
রাজশাহীতে স্যান্ডেলে সোনার বারসহ ধরা পড়া দুইজন
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাজশাহী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ জানান, আলালের দেয়া তথ্য অনুসারে পরে চাঁপাইনবাবগঞ্জ বিশ্বরোড থেকে সুব্র কর্মকার ও মহানন্দা ব্রিজের নিচ থেকে মিলন হালদারকে আটক করা হয়।
আটক তিন চোরকারবারির কাছ থেকে একটি হিরো গ্ল্যামার মোটর সাইকেল, ছয়টি মোবাইল ফোন একটি রূপার চেন, একটি হাত ঘড়ি ও নগদ ১১ হাজার ৭৯০ টাকা উদ্ধার করা হয়।