পার্বত্য এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব কিছু করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার বান্দরবানের থানচিতে নতুন থানা ভবন উদ্বোধনের সময় মন্ত্রী এ কথা বলেন।
এসময় নানা সমস্যা দূর করে পার্বত্য শান্তিচুক্তির বাস্তবায়ন হচ্ছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন হচ্ছে, সমস্যাগুলো দূর হচ্ছে, কাউকে বাদ দিয়ে দেশ গড়ার চিন্তা নেই।
তিনি আরও বলেন, ‘আমরা চাই সারা বাংলাদেশে একসঙ্গে উন্নয়ন হোক। কাউকে বাদ দিয়ে বাংলাদেশের কথা চিন্তা করতে পারি না।’
মন্ত্রী বলেন, তিন পার্বত্য জেলার মধ্যে বান্দরবান বেশি সুন্দর, পাশাপাশি খাগড়াছড়ি, রাঙ্গামাটিও সুন্দর জায়গা। পার্বত্য এলাকার
মানুষের নিরাপত্তার জন্য যা যা করা দরকার সবই করেছে বর্তমান সরকার।
তিনি জানান, সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করার জন্য দুর্গম থানচি থেকে লিক্রী পর্যন্ত সড়ক নির্মাণ চলছে। এটি শেষ হলে বান্দরবানের নিরাপত্তাব্যবস্থা আরও ভালো হবে। তিনটি পার্বত্য জেলা পর্যটন শিল্পে আরও এগিয়ে যাবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে পুলিশের আইজিপি বেনজীর আহমেদ ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।