চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ১৬০টি স্বর্ণের বার উদ্ধার হয়েছে। যার মোট ওজন ১৮ কেজি ৭২ গ্রাম।
বৃহস্পতিবার সকালে দুবাই থেকে আসা বিমানের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব স্বর্ণের বার উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টসের সহকারী কমিশনার মুনোয়ার মুরসালিন জানান, প্রতিটি বারের ওজন ১১৭ গ্রাম হিসাবে মোট ওজন ১৮ কেজি ৭২ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১০ কোটি ১০ লাখ টাকা।
সকাল ৭টা ৫ মিনিটে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিজি-১৪৮ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
গোপন সংবাদে ওই বিমানে তল্লাশি চালায় কাস্টমস সদস্যরা। তিনটি সিটের নিচ থেকে ৮টি কালো টেপে মোড়ানো বান্ডিল পাওয়া যায়।
প্রতিটি বান্ডিলে ২০ পিস করে মোট ১৬০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। ২৪ ক্যারেট সোনার প্রতিটি বারের ওজন ১১৭ গ্রাম। এর আনুমানিক মূল্য ১০ কোটি ১০ লাখ টাকা।
সূত্র: ইউএনবি।