শুধু ভারত নয়, ভবিষ্যতে নেপাল ও ভুটানের সঙ্গেও রেল যোগাযোগ স্থাপন করা হবে। চারদেশীয় এই রেল নেটওয়ার্ক গড়ে তোলার কথা জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
পঞ্চগড়ে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে বৃহস্পতিবার দুপুরে ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাজশাহী-পঞ্চগড় রুটে এ ট্রেন চলাচল শুরু করেছে।
‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ প্রতিদিন সকাল সাড়ে ৮টায় পঞ্চগড় থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাবে। বিকাল সাড়ে ৫টায় ট্রেনটি রাজশাহী পৌঁছবে।
রাত ৯টা ১৫ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে ভোর ৫টা ১০ মিনিটে পঞ্চগড়ে পৌঁছাবে।
রাজশাহী থেকে শুক্রবার এবং পঞ্চগড় থেকে শনিবার এই ট্রেন চলাচল বন্ধ থাকবে।
রেলওয়ে পশ্চিমাঞ্চলের ব্যবস্থাপক মিহির কান্তি গুহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, রেল সচিব সেলিম রেজা, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার ইউসুফ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটসহ অনেকে।