যশোরের ঝিকরগাছায় তরুণীকে ধর্ষণের মামলায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। তার নাম রুফি মিয়া ওরফে শুভ (২৫)। পেশায় তিনি দিনমজুর।
পুলিশ জানায়, বুধবার রাতে ওই তরুণীকে ধর্ষণ করা হয়। ঝিকরগাছা থানা-পুলিশ তাকে বৃহস্পতিবার সকালে উদ্ধার করে।
এ ঘটনায় শুভকে প্রধান আসামি করে মোট চার জনের নামে বৃহস্পতিবার বিকেলে মামলা করেন মেয়েটির স্বামী। মামলার অন্য আসামিরা হলেন একই এলাকার সোহান, সাদ্দাম ও রাহুল। বাদীর বাড়ি যশোর সদর উপজেলায়।
এজাহারে বলা হয়, প্রধান অভিযুক্ত শুভ তরুণীর পূর্বপরিচিত। তিনি বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মেয়েটিকে ফোন করে পারিবারিক তথ্য জানার জন্যে ডাকেন। পরে শুভ এবং তার সহযোগী সোহান, সাদ্দাম ও রাহুল মেয়েটিকে নির্যাতন করেন।
ঝিকরগাছা থানা-পুলিশ বুধবার রাতেই শুভকে আটক করে।
থানার পরিদর্শক (তদন্ত) মেসবাহ উদ্দিন বলেন, মামলা হয়েছে চার জনের নামে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। যশোর সদর হাসপাতালে ওই তরুণীর ডাক্তারি পরীক্ষা হয়েছে।