করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। গত ১৪০ দিনে এটি সবচেয়ে কম মৃত্যু।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টায় শনাক্ত, মৃত্যুর হিসাব জানানো হয়। এর আগে গত ২৮ মে ১৫ জনের মৃত্যুর সংবাদ দেয় স্বাস্থ্য অধিদফর।
সবশেষ ১৫ জনসহ দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে পাঁচ হাজার ৬০৮ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৬০০ জনের শরীরে। মোট শনাক্ত হয়েছে তিন লাখ ৮৪ হাজার ৫৫৯ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ২৬১টি। আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ১০৪টি। এ পর্যন্ত ২১ লাখ ২৬ হাজার ৫৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয় হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৭৮০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে দুই লাখ ৯৯ হাজার ২২৯ জন। প্রতি ১০০ জন আক্রান্তের মধ্যে ৭৭.৮১ জনের বেশি সুস্থ হয়েছে।
২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ৩১ থেকে ৪০ বছর পর্যন্ত একজন, ৪১ থেকে ৫০ বছর পর্যন্ত একজন, ৫০ থেকে ৬০ বছরের মধ্যে তিন জন এবং ষাটোর্ধ্ব ১০ জন আছেন।
সবচেয়ে বেশি ৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রামে চার জন খুলনাতে এক জন ও সিলেটে একজনের মৃত্যু হয়েছে। তাদের সবাই হাসপাতালে ছিলেন।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বে শনাক্তের সংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান ১৬তম। মৃত্যুর দিক থেকে ২৯তম।