পিরোজপুরে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলায় সুজন দে (২৯) নামের এক দর্জিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে সাইবার ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার ট্রাইব্যুনালের বিচারক আশ-শামস জগলুল হোসেন এ দণ্ডাদেশ দেন।
কারাদণ্ডের পাশাপাশি সুজনকে এক হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের কারাভোগের আদেশ দেন বিচারক।
রায়ের পর ট্রাইব্যুনালে উপস্থিত সুজনকে কারাগারে পাঠানো হয়।
রায়ের বিবরণে বলা হয়, ২০১৭ সালের ২০ মে সুজন দে ফেসবুকে হজরত মোহাম্মদ (সা.) ও ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করে পোস্ট দেন, যা ধর্মানুভূতিতে আঘাত হানে।
ওই ঘটনায় রাঙ্গামাটি জেলার লংগদু থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন সেলিম ধর্ম অবমাননার অভিযোগে মামলা করেন।
২০১৭ সালের ৩০ আগস্ট সুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
ওই বছরের ২৬ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। বিচার চলাকালে বিভিন্ন সময়ে সাত জন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন।