টাঙ্গাইলের ভুয়াপুরে এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এই রায় দেন।
দণ্ডিতরা হলেন-মধুপুর উপজেলার সঞ্জিত (২৮), গোলাবাড়ি গ্রামের গোপি চন্দ্র শীল (৩০), সাগর চন্দ্র শীল (৩৩), সুজন মণি ঋষি (২৮) ও রাজন চন্দ্র (২৬)। এদের মধ্যে সাগর, সুজন ও রাজন পলাতক।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি নাছিমুল আকতার জানান, গোলাবাড়ি গ্রামের সাগর চন্দ্র শীলের সঙ্গে মোবাইলে পরিচয় হয় ওই ছাত্রীর। মাদ্রাসায় যাওয়ার পথে মেয়েটিকে কৌশলে টাঙ্গাইলের মধুপুরে চারাল জানী গ্রামে বন্ধু রাজনের বাড়ীতে নিয়ে যায় সাগর।
সেখানে মেয়েটিকে বিয়ের জন্য চাপ দেয়া হয়। এতে রাজি না হলে তাকে পাঁচ বন্ধু ধর্ষণ করে।
এ ঘটনায় ভুয়াপুর থানায় মামলা করে মেয়েটি। পরে পুলিশ সুজন মণি ঋষিকে গ্রেফতার করে।
১৯ জানুয়ারি স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয় সুজন।
পুলিশ তদন্ত শেষে ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। পরে ২০১৫ সালের ২৯ অক্টোবর চার্জ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।