মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে বাস ও খোয়াভাঙা গাড়ির সংঘর্ষে দুজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওয়াসিম মিয়া (৩৩) ও জাফর আলী (৩৫)।
তাদের বাড়ি আমঝুপি গ্রামের বিশ্বাস পাড়ায়। তারা আপন শ্যালক ও ভগ্নিপতি। দুজনই খোয়াভাঙা শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খোয়াভাঙা গাড়ি মেরামতের জন্য বৃহস্পতিবার ভোরে তারা দুজন বাড়ি থেকে যশোরের উদ্দেশে রওনা দেন।
ঘটনাস্থলে পৌঁছালে ঢাকা থেকে মেহেরপুরগামী রয়েল পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়।
বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ওয়াসিম ও জাফরের মৃত্যু হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা নিউজবাংলাকে জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া, ক্ষতিগ্রস্ত গাড়ি দুটিকে উদ্ধারের কাজ চলছে।
তিনি আরও জানান, বাসের ড্রাইভার ও হেল্পার পলাতক আছে। বাসটিতে তেমন যাত্রী ছিল না।