হবিগঞ্জের মাধবপুর উপজেলার সায়হাম কটন ও ফয়সল স্পিনিং মিলের তুলার গুদামে ভয়াবহ আগুন লেগেছে। প্রায় পাঁচ লাখ বর্গফুট আয়তনের গুদামটিতে ১৫ হাজার বেল তুলা মজুদ ছিল বলে জানিয়েছেন প্রতিষ্ঠান দুটির কর্তারা।
বুধবার রাত একটার দিকে আগুনের সূত্রপাত হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন গুদাম থেকে স্টোররুমের দিকে যাচ্ছে। স্টোররুমে রাখা কম্পিউটারসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী ও আসবাবপত্র সরিয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে।
হবিগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা শিমুল মো. রফি জানান, রাত একটায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সিলেট, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও মাধবপুরের ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
তিনি আরও জানান, দীর্ঘ সময়ের চেষ্টায় আগুনের ভয়াবহতা কিছুটা কমেছে। তবে তুলার বিশাল স্তূপের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে সময় লাগছে।
সায়হাম কটন মিলের ডেপুটি জেনারেল ম্যানেজার আমিনুর রহমান বলেন, কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।