আরো একটি রাস্তায় তালগাছের দৃষ্টিনন্দন সারি গড়ে তোলার কাজ শুরু করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বুধবার নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলার তালামারা ব্রিজ থেকে ধানসুরা পর্যন্ত রাস্তার দু’পাশে প্রায় ২০ হাজার তালগাছ রোপণের ঘোষণা দিয়েছেন তিনি।
উদ্বোধন শেষে খাদ্যমন্ত্রী বলেন, জাতির জনকের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ২০ হাজার তালবীজ রোপণ করা হচ্ছে। এগুলো পর্যায়ক্রমে রোপণ করা হবে। এর ফলে বজ্রপাত থেকে রক্ষাসহ রাস্তাগুলোতে ছায়া পাবেন পথচারীরা।
এর আগে আশির দশকে উপজেলার হাজিনগর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা রাস্তায় তালগাছ রোপণ করেছিলেন তিনি। সেই সারি সারি তালগাছ এখন বড় হয়েছে। দর্শনীয় স্থান হিসেবেও দেশের বিভিন্ন প্রান্তের মানুষের নজর কেড়েছে রাস্তাটি।