এক জনের বয়স পাঁচ বছর। অপর জন বয়সে আরও ছোট। সম্পর্কে চাচাতো বোন। কাউকে কিছু না জানিয়ে বাড়ির পাশে খেলতে যায় তারা।
অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে শুরু হয় খোঁজাখুঁজি। কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না শিশুদের। নিখোঁজের তিন ঘণ্টা পর বুধবার দুপুরে বাড়ির পাশের পুকুরে ভেসে ওঠে শিশুদের মরদেহ।
একই পরিবারের দুই মেয়ের এই মৃত্যুর ঘটনা লক্ষ্মীপুরের শাকচর ইউনিয়নের।
মৃতরা হলো-শাকচর গ্রামের শাহজাহানের মেয়ে সুমাইয়া আক্তার ও কামাল হোসেনের মেয়ে সুমি আক্তার।
পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে টাঙ্গাইলেও।
বুধবার শহরের এনায়েতপুর ধুলেরচর মাদারাসা এলাকায় এ ঘটনা ঘটে।
স্বজনেরা জানায়, চার বছরের মরিয়মকে বাড়িতে না পেয়ে খুঁজতে থাকেন তারা। পরে বাড়ির পাশে বিলে শিশুটিকে ভাসতে দেখা যায়। উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মেয়েটিকে মৃত ঘোষণা করে।
নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে দুই শিশুর মৃতু হয়েছে জামালপুরের সরিষাবাড়িতে। বুধবার বিকেলে বাড়ির পাশের পুকুর ডুবে মৃত্যু হয় তাদের। মৃত শিশুরা খালাতো ভাই বোন।