বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘রুবি পাগলি’কে ঘর দিচ্ছেন প্রধানমন্ত্রী

  •    
  • ১৪ অক্টোবর, ২০২০ ১৯:৪৭

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বাবা-মা হারা রুবিনার ছোট ভাই আশরাফুল আলমও প্রতিবন্ধী। তাকে নিয়ে বাবার রেখে যাওয়া জরাজীর্ণ মাটির ঘরে থাকেন রুবিনা। এবার বর্ষাকালে ধুয়ে গেছে সেই ঘরের দেয়াল; ভেঙে গেছে রান্নাঘরও।

‘তোরা কি সরকারি লোক বাহে? তোরা কি এটা (একটা) বাড়ি দিবার পারেন হামাক? এ জগতে হামার কেউ নাই। সরকারক কয়া মোক এটা বাড়ি দে বাহে।’

সম্প্রতি রাস্তায় সাংবাদিকদের দেখে এভাবেই আবদার করেছিলেন রুবিনা বেগম।

মানসিক প্রতিবন্ধী রুবিনা বেগম দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের মধ্যমপাড়া গ্রামের মৃত আব্দুল ওয়াহেদের মেয়ে। এলাকায় তিনি ‘রুবি পাগলি’ নামেই পরিচিত। ১৫ বছর আগে বিয়ে হলেও তার দেড় বছরের মাথায়ই তাকে ছেড়ে দিয়ে বিদেশ চলে যান স্বামী। সেই থেকে গরিব অসহায় বাবার সংসারে আছেন তিনি। তবে কয়েকমাস আগে বাবাকেও হারিয়েছেন আগেই মা হারানো রুবিনা।

রুবিনার ছোট ভাই আশরাফুল আলম শারীরিকভাবে প্রতিবন্ধী। তাকে নিয়ে বাবার রেখে যাওয়া জরাজীর্ণ মাটির ঘরে থাকেন রুবিনা। এবার বর্ষাকালে ধুয়ে গেছে সেই ঘরের দেয়াল; ভেঙে গেছে রান্নাঘরও।

বসবাস অযোগ্য ঘরটি মেরামত বা নতুন ঘর করার পয়সা নেই রুবিনা-আশরাফুলের। তাই গ্রামে নতুন মানুষ দেখলেই এগিয়ে যান রুবিনা। গণমাধ্যমে রুবিনার এসব দুর্দশার কথা প্রধানমন্ত্রীর কার্যালয়ের নজরে আসে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারের আশ্রয়ণ প্রকল্পের ‘আবাসিক ভবন নির্মাণ’ খাতের আওতায় রুবিনা বেগম ও আশরাফুল আলমকে একটি আধাপাকা ঘর করে দেয়ার অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। নির্ধারিত নকশা অনুযায়ী দ্রুততম সময়ে তা করে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

আশ্রয়ণ-২ প্রকল্পের পরিচালক মো. মাহবুব হোসেন নিউজবাংলাকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে মুজিববর্ষের মধ্যে সব গৃহহীনকে ঘর করে দেয়ার চেষ্টা চলছে। দিনাজপুরের ফুলবাড়ীর মানসিক প্রতিবন্ধী রুবিনা বেগমের জন্যও উদ্যোগ নেয়া হয়েছে। এরই মধ্যে একটি আধাপাকা ঘরের অর্থ বরাদ্দ হয়েছে। দ্রুততম সময়ে ঘরটি করে দেয়া হবে।

এ বিভাগের আরো খবর