বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দুই বোনকে ধর্ষণের মামলায় তত্ত্বাবধায়ক রিমান্ডে

  •    
  • ১৪ অক্টোবর, ২০২০ ১৬:৫৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই বোনকে ধর্ষণের মামলায় গ্রেফতার আবু বক্করকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আফতাবুজ্জানের আদালতে পুলিশ পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই বোনকে ধর্ষণের মামলায় গ্রেফতার আবু বক্করকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আফতাবুজ্জানের আদালতে পুলিশ পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফাহমিদা খাতুনের আদালতে ২২ ধারায় জবানবন্দি দেন ওই দুই কিশোরী।

দুই বোনের বাবা মঙ্গলবার আবু বক্করের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেন।

এজাহারে বলা হয়, ৫ অক্টোবর খালার বাসায় যাওয়ার সময় তাদের (দুই বোন) ডেকে নেন স্থানীয় ছয় তলা একটি বাড়ির তত্ত্বাবধায়ক আবু বক্কর। তারপর ভয়ভীতি দেখিয়ে তিনি ওই ভবনের নিচ তলায় মুখে গামছা বেঁধে তাদের ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে না বলার জন্য ভয় দেখান তিনি। এ জন্য এতদিন দুই বোন বিষয়টি নিয়ে মুখ খোলেনি।

দুই কিশোরীর বাবা বলেন, সোমবার ঘটনা জানতে পেরে স্থানীয় ইউপি সদস্যের ছেলের সহযোগিতায় তিনি বিষয়টি থানা-পুলিশকে জানান। পুলিশ সোমবার রাত সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের ওই বাড়ির একটি ঘরের দরজা ভেঙে আবু বক্করকে গ্রেফতার করে।

এ বিভাগের আরো খবর