বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় ২৭ অক্টোবর।
বুধবার দুপুর ১২টার দিকে শিশু আদালতের বিচারক হাফিজুর রহমান এই তারিখ ঠিক করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোস্তাফিজুর রহমান বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।
অপ্রাপ্তবয়স্ক ১৪ জনের বিচার কার্যক্রম শুরু হয় গেল ১ জানুয়ারি।
মামলার আসামিরা হলেন-চন্দন, প্রিন্স মোল্লা, রাতুল সিকদার, নাজমুল হাসান, নিয়ামত, মারুফ বিল্লাহ, মারুফ মল্লিক, আরিয়ান শ্রাবণ, রিসান, রিফাত হাওলাদার, রায়হান, অলিউল্লাহ, নাঈম ও তানভীর।
বুধবার সবাই আদালতে হাজির ছিলেন।
এদের মধ্য চন্দন, প্রিন্স মোল্লা, রাতুল সিকদার, নাজমুল হাসান, নিয়ামত, মারুফ বিল্লাহ, মারুফ মল্লিক ও আরিয়ান শ্রাবণ জামিনে আছেন। বাকি ছয় জনকে যশোর কিশোর সংশোধন কেন্দ্রে রাখা হয়েছে।
গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কুপিয়ে জখম করা হয় রিফাত শরীফকে। পরে হাসপাতালে মারা যান তিনি।
হত্যা মামলায় মোট ২৪ আসামির বিরুদ্ধে আলাদা দুটি অভিযোগপত্র দেয় পুলিশ। এদের মধ্যে ১৪ জন অপ্রাপ্তবয়স্ক আসামি।
৩০ সেপ্টেম্বর রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয় জনের ফাঁসির আদেশ দেয় জেলার একটি আদালত। খালাস পেয়েছেন চার আসামি।