জমিজমা নিয়ে বিরোধ। এর জেরে বাড়িতে হানা দেয় প্রতিপক্ষের লোকজন। তাদের ধারালো অস্ত্রের কোপ পড়ে গাছের ওপর। মাটি ধরে তিনটি গাছ। কাটা হয় আরও দুটি।
ক্ষোভ প্রকাশে শুধু গাছ কেটেই ক্ষান্ত হয়নি দুর্বৃত্তরা। মারধর করা হয়েছে শিক্ষক ও তার স্ত্রীকে।
বরগুনার উত্তর কেওড়াবুনিয়া এলাকার এ ঘটনায় বুধবার সকালে মামলা করেছেন শিক্ষক আল বাছিত।
এজাহারে বলা হয়েছে, প্রতিবেশী শহিদুল ইসলাম, আলাল উদ্দীন, জালাল উদ্দীন, মো. রেজাউল ও তায়েব আলীসহ ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত বুধবার সকালে বাড়িতে হানা দেয়। এ সময় কুড়াল দিয়ে কাঁঠাল, আম ও বরই গাছ কেটে ফেলে তারা। কোপ দেয়া হয় আরও দুটি গাছে। বাধা দিলে মারধর করা হয় বাছিত ও তার স্ত্রী শারমীন আক্তারকে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম তারিকুল ইসলাম নিউজবাংলাকে বলেন, আসামিদের দ্রুত বিচারের আওতায় আনা হবে।