রাজধানীর ভাটারার একটি মাদ্রাসার নিয়ন্ত্রণ নিয়ে মঙ্গলবার তাবলীগ জামাতের দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, আল মাদরাসাতুল মঈনুল ইসলাম নামের মাদ্রাসাটির দখল নিয়ে মাওলানা মোহাম্মদ সাদ কান্দালভি ও মাওলানা জুবায়ের আহমেদ সমর্থকদের মধ্যে কয়েক মাস ধরেই উত্তেজনা চলছে। এ কারণে বেশ কিছু দিন মাদ্রাসাটি বন্ধও ছিল।
গত সপ্তাহে চালুর সময় মাদ্রাসাটি জুবায়েরপন্থীদের নিয়ন্ত্রণে ছিল। মঙ্গলবার সন্ধ্যায় সাদপন্থীরা নিয়ন্ত্রণ নিতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত ৮টার পর তা সংঘর্ষে রূপ নেয়।
ঢাকা মহানগর পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) এলিন চৌধুরী বলেন, মাদ্রাসাটির নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।