বগুড়া শহরের রহমান নগর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রশিদুল ইসলাম (৩৫) নামে এক পেশায় মুদি দোকানি খুন হয়েছেন।
মঙ্গলবার দুপুরের এ ঘটনায় তার ভগ্নিপতি মোহাম্মদ বছিরও আহত হন।
পুলিশ জানিয়েছে, ছুরিকাঘাতের অভিযোগে সিয়াম (১৮) নামে একজনকে আটক করা হয়েছে।
নিহত রশিদুল রহমান নগর এলাকায় বোনের পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তাদের গ্রামের বাড়ি সারিয়াকান্দি উপজেলার ঘুঘুমারিতে।
স্থানীয়রা জানান, রশিদুলের ভাগ্নে শান্তকে (১০) সিয়ামসহ দুই জন মিলে মারধর করছিল। তাদের হাত থেকে বাঁচাতে এগিয়ে যান শান্তর বাবা ও মামা। রশিদুল হামলাকারীদের থামিয়ে কথা বলছিলেন। এর এক পর্যায়ে তারা শান্তর বাবা ও মামাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় কয়েকজন তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রশিদুল মারা যান। বছিরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা আসলাম আলী জানান, সোমবার সিগারেট খাওয়া নিয়ে শান্তর সঙ্গে সিয়ামের বন্ধু আশিকের কথাকাটাকাটি হয়। আশিক বিষয়টি সিয়ামকে জানায়। মঙ্গলবার সিয়াম আরেকজনকে নিয়ে শান্তকে মারতে যায়।
সদর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম জানান, ছুরিকাঘাতকারী সিয়ামকে আটক করা হয়েছে। আরেকজন পলাতক রয়েছে।