মানিকগঞ্জের সিংগাইরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ দুই জনের প্রাণ গেছে।
মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দেওলি এলাকার এ দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালকসহ ৪ জন।
নিহতরা হলো ঢাকার ধামরাই উপজেলার কালামপুর এলাকার নাজিম উদ্দিন (৬০ বছর) ও নেত্রকোণা সদর উপজেলার কাশিমপুর এলাকার রুমান মিয়ার ছেলে ইলফা (ছয় মাস)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দেওলিতে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি ছিটকে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান নাজিম উদ্দিন ও ইলফা।
সিংগাইর থানার এসআই মানোয়ার হোসেন জানান, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ট্রাক চালকের খোঁজ পাওয়া যায়নি। তিনি ট্রাক রেখে পালিয়েছেন।