হবিগঞ্জে চার অতিথি পাখি শিকারিকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজার এলাকায় অভিযান চালায় র্যাব। পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়।
দণ্ডিতরা হলেন- নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামের ছায়েদ মিয়া, সাজ্জাদ মিয়া, কাওছার মিয়া ও নজরুল ইসলাম।
র্যাব-৯ এর মেজর নোমান আহমেদ জাকি জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে দেবপাড়া বাজার থেকে চার পাখি শিকারিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল সংখ্যক বক, বালি হাঁস, ওয়াকসহ নানা প্রজাতির পাখি।
পরে পাখিগুলো খোলা জায়গায় ছেড়ে দেয়া হয়। অতিথি পাখি রক্ষায় এ ধরনের অভিযান চলবে বলেও জানান মেজর নোমান।