বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফরিদপুরে নিখোঁজ ভাই-বোন ঢাকায় উদ্ধার

  •    
  • ১৩ অক্টোবর, ২০২০ ১৪:৩৫

মঙ্গলবার রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ফরিদপুরের নগরকান্দা থানার তালমা গ্রাম থেকে নিখোঁজ দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অর্গানাইজড ক্রাইম ইউনিট।

সোমবার ঢাকার ভাটারা থানা এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ডিআইজি (অর্গানাইজড ক্রাইম) আব্দুল্লাহহেল বাকী জানান, শিশু দুটির বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন তালমা গ্রামে। তাদের মা প্রায় দেড় বছর ধরে জর্ডানে কাজ করেন। মায়ের সঙ্গে বাবার সম্পর্ক খারাপ থাকায় তারা খালার বাড়িতে থাকত।

গত ২১ সেপ্টেম্বর সকালে মাদ্রাসায় যাওয়ার কথা বলে খালার বাড়ি থেকে বের হয় শিশু দুটি। এরপর তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

সিআইডির এ কর্মকর্তা বলেন, শিশু দুটি নিখোঁজ হওয়ার পর তাদের খালা সালেহা বেগম অনেক চেষ্টা করেও কোনো সন্ধান পাননি। পরে মানব পাচারকারীদের হাতে বিদেশে পাচার হয়ে গিয়েছে শঙ্কায় সালেহা ফরিদপুরের কোতোয়ালি থানায় একটি মামলা করেন।

কিন্তু জেলা পুলিশ এ বিষয়ে কোনো খোঁজখবর দিতে পারেনি। একপর্যায়ে তারা সিআইডির সাহায্য চায়।

সিআইডির কর্মকর্তা আরও জানান, শিশুদের উদ্ধারে বিশেষ পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরার নির্দেশনায় সিআইডি কাজ শুরু করে। তারপর ঢাকার বিভিন্ন জায়গায় ৪৮ ঘণ্টা অভিযানের পর সিনিয়র এএসপি আমিনুল হক বাপ্পির নেতৃত্বে একটি দল রাজধানীর ভাটারা থেকে তাদের উদ্ধার করে।

এ বিভাগের আরো খবর