একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ও মুক্তিযুদ্ধ গবেষক রশীদ হায়দারের (৭৯) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর ফুলার রোডে মেয়ের বাসায় মৃত্যু হয় তার।
রশীদ হায়দারের মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার নিউজবাংলাকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে তার বাবাকে।
রশীদ হায়দার বাংলা একাডেমির মহাপরিচালক ও নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ছিলেন।
১৯৬৭ সালে ১ জানুয়ারি প্রকাশ হয় রশীদ হায়দারের প্রথম গল্পগ্রন্থ ‘নানকুর বোধি’। গবেষক হিসেবে তার অনন্য কাজ ‘স্মৃতি: ১৯৭১’ বাংলাদেশের মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ দালিলিক গ্রন্থ।
গল্প, উপন্যাস, নাটক, অনুবাদ, নিবন্ধ, স্মৃতিকথা ও সম্পাদনা মিলিয়ে তার ৭০টির বেশি বই প্রকাশ হয়েছে।
কথাসাহিত্যে অবদান রাখায় ১৯৮৪ বাংলা একাডেমি পুরস্কার পান রশীদ হায়দার। তিনি ২০১৪ সালে একুশে পদকে ভূষিত হন।
প্রধানমন্ত্রীর শোক
রশীদ হায়দারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোকবার্তায় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণাকর্ম ও বাংলা সাহিত্যে অবদানের জন্য রশীদ হায়দার স্মরণীয় হয়ে থাকবেন।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।