মৌসুমি ও স্বাভাবিক সময়ের কর্মী প্রকল্পে অন্তর্ভুক্ত করতে বাংলাদেশের অনুরোধ রেখেছে ইতালি।
সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ইউএনবিকে বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, এর আগে বাংলাদেশি কৃষি শ্রমিকরা মৌসুম শেষে বাড়ি ফেরার শর্ত না মানায় ইতালির সরকার এই সুযোগ বাতিল করেছিল। তবে এ বছর ইতালির রাজধানী রোমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মৌসুমি ও অমৌসুমি কর্মী প্রকল্পে’ বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার জন্য ইতালির প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন।
প্রধানমন্ত্রীর অনুরোধের প্রতি সম্মান জানিয়ে ইতালির সরকার বাংলাদেশিদের এ সুযোগ দিয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘এটি বাংলাদেশের জন্য ভালো খবর।’
তবে বাংলাদেশের ওপর এখনও নিষেধাজ্ঞা জারি রেখেছে ইতালি। শ্রমিকরা করোনা সংক্রান্ত নিয়ম ভাঙায় ৩১ ডিসেম্বর পর্যন্ত কোনো বাংলাদেশি ইতালিতে ঢুকতে পারবে না।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশি প্রবাসীরা ইতালি সরকারের একের পর এক বাধ্যবাধকতা ভাঙে। কয়েক মাস আগে ইতালিতে ফেরার পর বড়সংখ্যক বাংলাদেশির করোনা ধরা পড়ে। তাদের কোয়ারেন্টিনে থাকতে বললে অনেকেই তা করেননি।
ইতালি সরকার রোমের কাছের এক শহরে সব বাংলাদেশির বাধ্যতামূলক করোনা পরীক্ষার কথা বলে। অনেকেই তখন পরীক্ষা এড়িয়ে যেতে শহর ছেড়ে চলে যায়।
মন্ত্রী বলেন, ইতালির স্থানীয় গণমাধ্যম নিয়ম ভাঙার বিষয়গুলো প্রচার করে। ইতালি বাধ্য হয়ে নিষেধাজ্ঞা জারি করে।