নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই বোনকে ধর্ষণের অভিযোগে আবু বক্কর নামের ৫৯ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আবু বক্কর ওই বাড়ির কেয়ারটেকার। তার বাড়ি নোয়াখালীর সেনপাড়া উপজেলার হোসেনপুর গ্রামে।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরির্দশক (এসআই) আলমগীর হোসেন জানান, দুই বোনেরই বয়স ১৮ বছরের কম। ৫ অক্টোবর ঘটনাটি ঘটে।
তিনি আরও জানান, সোমবার ঘটনা জানতে পেরে স্থানীয় মেম্বারের ছেলের সহযোগিতায় থানা পুলিশকে বিষয়টি জানান তাদের বাবা। পরে পুলিশ বাড়ির ছয় তলার একটি ঘরের দরজা ভেঙে আবু বক্করকে গ্রেফতার করে।
দুই কিশোরীর বাবা জানান, ওই কেয়ারটেকারকে তার মেয়েরা নানা বলে ডাকত। ৫ সেপ্টেম্বর খালার বাসায় যাওয়ার সময় তাদের ডেকে নেন আবু বক্কর।
তারপর ওই ভবনের নিচ তলায় তাদের ভয়ভীতি দেখিয়ে মুখে গামছা বেঁধে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে না বলার জন্যও ভয় দেখান তিনি। এ জন্য এতদিন তারা বিষয়টি নিয়ে মুখ খোলেনি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, দুই কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে মামলাটি নেয়া হয়েছে। গ্রেফতারকৃত আবু বক্করকে মঙ্গলবার দুপুরের পর আদালতে পাঠানো হবে।