ঢাকা ওয়াসার পরিচালনা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী গোলাম রসুল।
সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
গোলাম রসুল অধ্যাপক ড. এম এ রশীদের স্থলাভিষিক্ত হলেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১০ সেপ্টেম্বর তিনি মারা গেলে পদটি শূন্য হয়।
প্রকৌশলী গোলাম রসুল ওয়াসার সেবা ব্যবহারকারীদের প্রতিনিধি হিসেবে পরিচালনা বোর্ডের সদস্য ছিলেন।