ঘটনাস্থলেই একজন মারা যান। হাসপাতালে নেয়ার পথে মারা যান আরেকজন।
মুন্সিগঞ্জের লৌহজংয়ে দুটি বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত পাঁচ জন।
ঢাকা-মাওয়া মহাসড়কে চন্দেরবাড়ি এলাকায় সোমবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাস চালক বাদশা মিয়া ও গৃহবধূ হেনা বেগম।
মাওয়া ট্রাফিক পুলিশ ইনচার্জ হেলাল উদ্দিন জানান, শিমুলিয়া ঘাট থেকে ঢাকাগামী বসুমতি পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রচেষ্টা পরিবহনের সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ওই নারী যাত্রী মারা যান। হাসপাতালে নেয়ার পথে মারা যান বাস চালক।
দুর্ঘটনার পর ওই সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে।
আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। ময়না তদন্তের জন্য নিহতদের মরদেহ আনা হয়েছে এই চিকিৎসা কেন্দ্রে।