৩২তম স্প্যানের পর অক্টোবরই পদ্মা সেতুতে আরও তিনি স্প্যান বসানোর পরিকল্পনা নেয়া হয়েছে।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আবদুল কাদের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, চলতি মাসে আরও তিনটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে তাদের। ডিসেম্বরের মধ্যে সেতুর বাকি নয়টি স্প্যানই বসাতে বদ্ধপরিকর তারা।
আবদুল কাদের আরও বলেন, স্প্যানগুলো বসানোর সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ২০, ২৫ ও ৩০ অক্টোবর। এগুলো বসানো হলে দৃশ্যমান হবে পাঁচ হাজার ২৫০ মিটার।
রোববার পদ্মা সেতুর ৩২তম স্প্যান বসানো হয়। এতে দৃশ্যমান হয় সেতুর চার হাজার ৮০০ মিটার।
এর ১২২ দিন আগে বসানো হয় ৩১তম স্প্যান। করোনা ও পদ্মার পানির উচ্চতা বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে স্প্যান বসানোর কাজ বন্ধ ছিল।
খোঁজ নিয়ে জানা যায়, ‘ওয়ান-এ’, ‘ওয়ান-বি’ ও ‘ওয়ান-সি’ স্প্যান সম্পূর্ণ প্রস্তুত আছে। স্প্যানগুলো ১-২, ২-৩, ৩-৪ নম্বর খুঁটিতে বসানো হবে।
পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় ২০১৪ সালের ডিসেম্বরে। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যান বসানোর মাধ্যমে দৃশ্যমান হয় সেতু।
দেশের সবচেয়ে বড় সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে সেতুটির কাঠামো।
অর্থায়ন নিয়ে নানা জটিলতার পর ২০১২ সালে সেতুর কাজ উদ্বোধন হয়। তখন ২০১৮ সালের মধ্যে সেতুর কাজ শেষ করার লক্ষ্য ঠিক হয়। পরে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে যান চলাচল শুরুর আশা করা হয়।
তবে নদীর তলদেশে মাটির গঠন জটিলতায় বেশ কিছু পিলারের নকশা পাল্টানো এবং সব শেষ করোনা ভাইরাসের কারণে সেতুর কাজ আরও পিছিয়ে যায়।