নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার মধ্যরাতে ওই নারীর মা কেন্দুয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। আসামি করা হয় ৪০ বছর বয়সী মজনু মিয়াকে।
রোববার রাত সাড়ে আটটার দিকে তাকে উপজেলার গন্ডা বাজারের পাশের সড়ক থেকে গ্রেফতার করা হয়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাবিবুল্লাহ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কিছুদিন আগে ওই নারী স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার তাকে কৌশলে বাড়ির পাশে জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন মজনু। এ সময় নারীটির গোঙানির শব্দে আশপাশের লোকজন ছুটে এলে মজনু পালিয়ে যান।
নেত্রকোণা সদর হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বলে জানান হাবিবুল্লাহ খান।