ইসোপ্রোপাইল অ্যালকোহলের পরিবর্তে মিথাইল অ্যালকোহল দিয়ে হ্যান্ড স্যানিটাইজার বানানোর অভিযোগে রোববার এসিআই ফার্মাসিউটিক্যালসকে এক কোটি টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
৪৮ ঘণ্টার মধ্যে ওইসব হ্যান্ড স্যানিটাইজার বাজার থেকে প্রত্যাহারও করতে বলা হয়েছে বলে রোববার রাতে নিউজবাংলাকে নিশ্চিত করেছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম।
তিনি বলেন, 'রোববার বিকাল ৪টার দিকে মিরপুরে এসিআইর ডিপোতে অভিযান চালানো হয়। অভিযানে স্যাভলন ইন্সট্যান্ট হ্যান্ড স্যানিটাইজারের ২৫ মিলিগ্রামের টিউবের ৩টি ব্যাচের পণ্যে মিথাইল অ্যালকোহল পাওয়া যায়। এ কারণে এসিআইকে এক কোটি টাকা জরিমানা করা হয়েছে।
'পাশাপাশি ৪৮ ঘণ্টার মধ্যে এসব হ্যান্ড স্যানিটাইজার বাজার থেকে সরিয়ে নিতে বলা হয়েছে।'