বরগুনা পৌর শহরের বটতলা এলাকার বাসিন্দা পবন। এক যুগেরও বেশি সময় স্কুলভ্যানে শিক্ষার্থী পরিবহেনর কাজ করতেন তিনি। কিন্তু করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সেই স্কুলভ্যান চালানো বন্ধ হয়ে যায় তার।
এমন পরিস্থিতিতে ধার দেনা করে দুই কন্যাশিশুসহ চার সদস্যের পরিবার চলতে থাকে। দিন দিন বাড়তে থাকে ঋণের বোঝা। পাওনাদারদের চাপে এক পর্যায়ে স্কুলভ্যানটি বিক্রি করে দেন পবন।
এতে ঋণের বোঝা কমলেও সংসার কীভাবে চলবে- তা নিয়ে দুশ্চিন্তায় পড়েন পবন। নিজের অসহায়ত্বের কথা জানান জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহকে। সব শুনে সহযোগিতার আশ্বাস দেন তিনি। রোববার বেকার পবনের হাতে তুলে দেন নতুন রিকশা।
খুশিতে চোখ ছলছল করে ওঠে পবনের। তিনি বলেন, 'স্যারের এই সহযোগিতার ফলে আমি দুটো কন্যা সন্তানসহ বেঁচে থাকার স্বপ্ন দেখছি। আমার দুটো মেয়েকে শিক্ষিত করতে চাই। এই রিকশা আমার উপার্জনের পথ খুলে দিয়েছে। আমি জেলা প্রশাসক স্যারের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি।'
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ‘পবনের অসহায়ত্বের কথা শুনে আমি রিকশা কিনে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, যাতে খেটেখুটে রোজগার করে স্ত্রী সন্তানদের নিয়ে জীবিকা নির্বাহ করতে পারে। মানুষের বিপদে সামর্থ অনুসারে পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।'