বগুড়ায় স্ত্রী হত্যার অভিযোগে সিরাজগঞ্জে আটক হয়েছেন স্বামী।
রোববার বেলা ১১ টার দিকে সিরাজগঞ্জের চান্দাইকোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ধুনট-শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান দাবি করেছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এশারত আলী স্ত্রীকে জবাই করে হত্যা কথা স্বীকার করেছেন।
শনিবার (১০ অক্টোবর) রাতে ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পাঁচথুপি-সরোয়া গ্রামে হত্যার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতের ঘুমিয়ে পড়েন এশারত আলী ও তার স্ত্রী শেফালী বেগম। হঠাৎ তাদের ঘর থেকে চিৎকার শুনতে পারেন প্রতিবেশীরা।
এক পর্যায়ে এশারত আলী কৌশলে পালিয়ে যান।
ধুনট থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান নিউজবাংলাকে বলেন, কী কারণে এই হত্যা তা এখনও স্পষ্ট নয়। এই অপরাধে আর কারও সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।