সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের কয়েক জেলায় শনিবার রাতে মৃদু ভূমিকম্প হয়েছে। ৫.৪ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুরের পশ্চিম মৈরাংয়ে।
ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিকাল সার্ভের (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৫৪.৬ কিলোমিটার গভীরে।
তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
মণিপুরের ভূমিকম্প সীমান্তবর্তী বাংলাদেশের কয়েকটি জেলাতেও অনুভূত হয়।
সিলেটের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ নিউজবাংলাকে বলেন, ‘শনিবার রাত ১১টা ৩৯ মিনিটে মৃদু ভূমিকম্প হয়।'
সিলেট নগরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা তানভীর আহমদ বলেন, ‘বাসায় টিভি দেখার সময় ভূকম্পন টের পেয়ে পরিবারের সবাইকে নিয়ে বাইরে চলে আসি।’
ঢাকা আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের আবহাওয়াবিদ জাকির হোসেন রোববার সকালে নিউজবাংলাকে বলেন, ‘ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে বলে আমরা খবর পাইনি।'