বান্দরবান জেলা শহরের জামছড়িতে দূর্বৃত্তরা বাচমং মার্মা (৩৮) নামের এক পল্লিচিকিৎসককে গুলি করে হত্যা করেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নিজ দোকানে দুজন দূর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়।
বাচমং জামছড়ি বাজার এলাকার বাসিন্দা। তার এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী আছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় জামছড়ি বাজারে ওই চিকিৎসক নিজ দোকানে বসেছিলেন। এ সময় দুজন অপরিচিত ব্যক্তি অস্ত্র নিয়ে দোকানে ঢুকে তাকে গুলি করে চলে যায়। গুলিতে ঘটনাস্থলেই বাচমংয়ের মৃত্যু হয়। তার মটরসাইকেলটি তারা নিয়ে গেছে।
সূত্র আরও জানায়, বাচমং এক সময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) রাজনীতিতে জড়িত ছিলেন। যৌবনে জেএসএস ছেড়ে যোগ দেন বিএনপির রাজনীতিতে।
তবে তিনি এখন কোনো দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয় বলে জানান স্থানীয়রা।
দোকানের পাশে মুন্ডি (পাহাড়ী খাদ্য) বিক্রেতা চিংনুমং মার্মা বলেন, অস্ত্র হাতে ফুল প্যান্ট পরা দুই ব্যক্তি দোকানে ঢুকে বাচমংকে গুলি করে হত্যা করে চলে যায়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘কী কারণে কে বা কারা বাচমংকে হত্যা করেছে তা আমরা তদন্ত করে দেখছি।’