ট্রেন আসছিল। ফেলা ছিল ক্রসিংবারও। কিন্তু তা তোয়াক্কা না করে রেলক্রসিং পার হওয়ার সময় প্রাণ গেছে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৫৯)।
শনিবার দুপুরে গাইবান্ধার জেলা স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরে স্টেডিয়াম এলাকায় অবস্থিত রেলক্রসিং দিয়ে পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন ওই বৃদ্ধ। এ সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস (ইন্টারসিটি) ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গাইবান্ধা রেলওয়ের স্টেশন মাস্টার আবুল কাশেম সরকার দুর্ঘটনার বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে জিআরপি থানায় নেয়া হয়েছে। পরিচয় সনাক্ত করা গেলে এখান থেকেই পরিবারের কাছে হস্তান্তর করা হবে।