ছোট বোন ও বান্ধবীকে নিয়ে রামু থেকে নাইক্ষ্যংছড়ি লেকে বেড়াতে গিয়েছিল পঞ্চম শ্রেণির এক ছাত্রী। ফেরার পথে তাদের পথরোধ করে দুই বখাটে।
নির্জন সড়ক থেকে ওই ছাত্রীকে পাশের জঙ্গলে তুলে নিয়ে ধর্ষণ করে একজন। এ সময় সড়কেই ছোট বোন ও বন্ধবীকে আটকে রাখে আরেক বখাটে।
পুলিশ জানিয়েছে, মেয়েটির চিৎকার শুনে এগিয়ে আসেন স্থানীয়রা। পরে পালিয়ে যায় দুই বখাটে।
শুক্রবারের এ ঘটনায় মূল অভিযুক্ত সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। ওই কিশোরীকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
শনিবার দুপুরে বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে আসেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম।
তিনি জানান, ধর্ষণের ঘটনায় সাইফুল ও সাহেদের বিরুদ্ধে মামলা হয়েছে। পলাতক সাহেদকে ধরতে চলছে অভিযান।